175885

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র নতুন বিজয়ির নাম ঘোষণা কাল

জান্নাতুল নাঈম এভ্রিল আর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ থাকছেন না। বিয়ে ও ডিভোর্সের তথ্য লুকানোর অভিযোগে তাকে এ প্রতিযোগীতা থেকেই সরিয়ে নেয়া হচ্ছে।

কাল নতুন বিজয়ির নাম ঘোষণা করা হবে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান মানবজমিনকে জানান, এভ্রিলকে বাদ দিয়ে প্রতিযোগীতার টপ টেন প্রতিযোগীকে নিয়ে একটি র‌্যাম্প শো করা হবে কাল। একেবারেই সংবাদিক, বিচারকসহ সবার সামনেই এই শো করবো আমরা। আর তার মাধ্যমেই নতুনভাবে বিচারকরা নির্বাচন করবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

তিনি আরও জানান, ভেন্যু খোঁজা হচ্ছে। সেটা ঠিক হলেই আমরা সময় জানিয়ে দেবো। আশা করছি এবার সব বিতর্কের অবসান হবে। কারণ আমার ২৫ বছরের ক্যারিয়ারে এমন অভিযোগ আগে কখনও উঠেনি। আশা করছি সব অভিযোগ ও বিতর্কের শেষ হবে কালকের আয়োজনের মধ্যে দিয়ে।

ad

পাঠকের মতামত