মেয়র হিসেবে শাকিবকে চান পৌরবাসী
শাকিব খানকে মেয়র হিসেবে চান পৌরবাসী। এ দাবি জানিয়ে পোস্টার ছড়িয়ে দিয়েছেন তারা। প্রশ্ন হলো, শাকিব কি প্রার্থী হবেন? এর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।
সিনেমার নাম ‘আমি নেতা হবো’। ছবিটিতে শাকিবের চরিত্রের নাম সাক্কু। সম্প্রতি অনলাইনে প্রকাশ হওয়া একটি স্থিরচিত্রে পোস্টারটি দেখা যায়। যেখানে পৌরবাসী জানান, তারা সাক্কুকে মেয়র হিসেবে দেখতে চান। আর পোস্টারটি প্রকাশ হয়েছে চাঁদপুর থেকে।
এদিকে কিছুদিন আগে প্রকাশ হয়েছে ‘আমি নেতা হবো’র আরো কিছু স্থিরচিত্র। সেখানে দেখা যায়, মেয়র পদে প্রার্থী হয়েছেন সাদেক বাচ্চু। তার নাম আক্কাছ বেপারী। বোঝা যাচ্ছে, সিনে পর্দায় রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাকিব ও সাদেক বাচ্চু।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ পরিচালনা করছেন উত্তম আকাশ। শাকিবের বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। আরো আছেন ওমর সানী, মৌসুমী, সুপ্তি শেখ, কমল পাটেকর’সহ অনেকে।
৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে সানী-মৌসুমীকে নিয়ে ‘আমি নেতা হবো’র শুটিং শুরু হয়। কিছুদিন বিরতির পর কক্সবাজার ও চাঁদপুরে শুটিং হয়। সম্প্রতি বিএফডিসির দৃশ্যধারণ শেষে মানিকগঞ্জে যায় ইউনিট। শিগগির গানের দৃশ্যায়ন হবে দেশের বাইরে।