175849

পূর্ণিমা-অপুয় মুগ্ধ দর্শক

শুক্রবার সন্ধায় অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১২ তম আসর। বিখ্যাত শিল্পীদের নিয়ে গান ও গানের সাথে নৃত্য নিয়ে মজার মজার সব আয়োজন নিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। সেখানে চিত্রনায়িকা পূর্ণিমা ও কণ্ঠশিল্পী ইমরানের কন্ঠে দ্বৈত গানটিও ছিল মনোমুগ্ধকর। তেমনি অপু বিশ্বাস ত্রিশজন নৃত্য শিল্পীকে সাজিয়েছিলেন তার নৃত্য পরিবেশনা।

ইমরান ও পূর্ণিমার কন্ঠে দ্বৈত গান ও অপু বিশ্বাসের ত্রিশ সহশিল্পীকে নিয়ে নৃত্য পরিবেশনায় বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের সকলেই তাদের এই পরিবেশনা বেশ মনযোগ সহকারে উপভোগ করেছেন। তবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নৃত্য পরিবেশনা ছিল মূল আকর্ষণের বিষয়। অপু বিশ্বাস যে নিজেকে আবারও ধীরে ধীরে নায়িকা হিসেবে গড়ে তুলছেন দর্শক সেটাই প্রশংসা করে বেড়াচ্ছেন। পাশাপাশি চিত্রনায়িকা পূর্ণিমার নৃত্যও ছিলো চমৎকার পরিবেশনা।

ad

পাঠকের মতামত