175811

গঠিত হলো ‘চলচ্চিত্র ফোরাম’

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, নির্মাতা, শিল্পী-কলাকুশলীদের নিয়ে গঠিত হলো চলচ্চিত্রের নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’। আজ ২ অক্টোবর রাজধানীর ঢাকা ক্লাবে দুপুরে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও পরিচালক কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

চলচ্চিত্র ফোরামের অন্যান্যরা হলেন, প্রযোজক মোহাম্মদ হোসেন (সহ-সভাপতি), ড্যানি সিডাক (সহ-সভাপতি), নাদের চৌধুরী (সহ-সভাপতি), কামাল মো. কিবরীয়া লিপু (যুগ্ম সাধারণ সম্পাদক), এমবি ইকবাল (সাংগঠনিক সম্পাদক), চিত্রনায়িকা মৌসুমী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), কমল পাটেকর (কোষাধ্যক্ষ), ওমর সানি, শাকিব খান, অমিত হাসান, কাজী মারুফ, বুবলি, বিদ্যা সিনহা মিম, ববি (কার্যনিবাহী সদস্য)।

গত কয়েক মাস ধরেই ঢাকাই চলচ্চিত্রে অস্থিরতা বিরাজ করছে। গত ঈদুল ফিতরে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র পরিবার যৌথ প্রযোজনার সঠিক নিয়ম নীতির দাবিতে আন্দোলনে নামে। এছাড়া বিভিন্ন কারণে শাকিব খানকে বয়কট ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা, পরিচালক গাজী মাহবুব, নৃত্য পরিচালক জাকির ও অভিনয়শিল্পী কমল পাটেকারের সদস্যপদ বাতিলসহ কয়েকজনকে নোটিশ পাঠায় সংশ্লিষ্ট সংগঠন। এসব কারণে চলচ্চিত্রাঙ্গন এখন দুই ভাগে বিভক্ত।

এ বিষয়ে পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘ঝড় আসলে মানুষ আশ্রয় কেন্দ্রে যায়। সব এক জায়গায় থাকে। আমরাও তাই করছি। যারা নিয়মিত সিনেমায় কাজ করছেন তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী কৃত্রিম জলোচ্ছ্বাসের সৃষ্টি করছে। এখন যারা কাজ করছেন তারা কী করবেন? তারা একটি আশ্রয় কেন্দ্র খুলছেন। আমরা নেতৃত্ব চাই না। আমাদের প্রতি আঘাত এলে যেন প্রতিরোধ করতে পারি এজন্যই একটা সংগঠন করতে চাচ্ছি।’

সংগঠনটি চলচ্চিত্রে কতটা সুফল বয়ে আনবে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুফল বয়ে আনবে কিনা সেটা বড় বিষয় নয়। বড় কথা হলো আমরা একত্রিত হচ্ছি।’

ad

পাঠকের মতামত