175834

‘আমার মৃত্যু হবে চলচ্চিত্রের মধ্য দিয়ে’

আমি চলচ্চিত্রের মানুষ। আমি চলচ্চিত্র নিয়ে থাকতে চাই। এমনকি আমার মৃত্যু হবে চলচ্চিত্রের মধ্য দিয়ে। ঠিক এমনটাই বলছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যামতিমান নায়িকা নূতন। সোমবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। আমি চলচ্চিত্র নিয়ে থাকতে চাই। আমাদের এখন সময় চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। আমাদের সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে। ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ সকল শিল্পীদের পাশে থাকবে। সকল শিল্পীর সুখ দুঃখ দেখবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী চিত্রনায়ক শাকিব খানকে রাজনীতিতে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব। শাকিব বেশ ভালো বক্তব্য দিতে পারে। বার কথার আগুনও ঝরাতে পারেন। সে যদি রাজনীতিতে আসে আমার মনে হয় আরো বেশি জনপ্রিয়তা পাবে। আমি শাকিবকে রাজনীতে আসার আহ্বান জানাচ্ছি। যারা এই চলচ্চিত্র ফোরাম সংগঠনের সাথে রয়েছেন সবাই চলচ্চিত্রের জন্য কাজ করবেন আশা করি। সবাই একত্রে হয়ে কাজ করবেন। আপনাদের কাছ থেকে যেন অন্যরা শিখতে পারে সেই ভাবে কাজ করবেন। আর সেই বিগত দিনের সোনালী চলচ্চিত্রকে ফিরিয়ে আনতে পারি সেই ভাবে কাজ করতে পারি। আপনাদের ভালো কাজ করতে হবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী মৌসুমী ও নুসরাত ফারিয়া।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাকিব খান, কাজী হায়াত, সুবর্ণা মুস্তাফা, মেহের আফরোজ শাওন, ওমর সানি, সৌদ, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত