শাকিব আসলে ভীষণ কষ্ট পেয়েছেন!
গত শুক্রবার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান কেন আসেননি এ নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার শাকিব খান নিজেই জানালেন না আসার কারণ।
শাকিব বলেন, আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানের কার্ডে অপু সন্তানের সঙ্গে নিজের ছবি দিয়েছে। কিন্তু সেখানে আমার কোনো ছবি দেয়া হয়নি। আমি কি বাবা না জয়ের? জন্মদিনের অনুষ্ঠানটা যেন ভালোভাবে করতে পারে এজন্য আমি তো একমাস আগেই ৫ লাখ টাকা দিয়েছি অপুকে। কিন্তু আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো, আর কার্ডে আমার ছবি নেই। এতো বড় অপমানের পর আমি কীভাবে ওই অনুষ্ঠানে যাই?
গেলো ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন অনুষ্ঠান ছিল। তবে জন্মদিনে বেশ জাঁকজমকভাবে পালন করা হলেও সবার মুখে একটাই প্রশ্ন ছিল জয়ের বাবা শাকিব কেন এ অনুষ্ঠানে উপস্থিত নেই।
এ ব্যাপারে শাকিব খান আরো বলেন, বিষয়টিতে ভীষণ কষ্ট পেয়েছি। আমি এটা অপুর কাছ থেকে আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য কসমেটিকস, ড্রেস ও সোনার চেইন এনেছিলাম। সবই তো দিয়েছি। এতো কিছুর পরও আমাকে কেন সকলের নিকট ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই, এটা আমি মানতেই পারছি না।
উল্লেখ্য জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গেলো বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। তখন পর্যন্ত সবকিছু গোপন ছিল। চলতি বছর ১০ এপ্রিল বিকালে ছেলেকে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন শাকিবের সঙ্গে তার বিয়ে ও একমাত্র সন্তান আব্রাম খান জয়ের কথা।
তবে রাগ-অভিমান বড় বিষয় নয় এটা সবারই জানা যে, অপু বিশ্বাসকে স্ত্রীর স্বীকৃতি দিলেও তার সঙ্গে শাকিবের সম্পর্ক একদম ভাল নেই। আর এই ঘটনা সেই গুঞ্জনকে আরও ঘনীভূত করেছে।