শাকিবের ‘নেতাগিরি’ এবার টাঙ্গাইলে
লন্ডনে ‘চালবাজ’ ছবির কাজ শেষ করে ২৬ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন শাকিব খান। মাত্র একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলে শুরু হয়েছে শাকিবের নেতাগিরি। ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান।
সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্যে শুটিং করেছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক উত্তম আকাশ। তিনি বলেন, সকালে প্রচণ্ড গরম আর দুপুরের পর বৃষ্টিতে ভিজে ফাইটের কাজ করেছি। প্রতিকূল আবহাওয়ার কারণে শুটিং করতে সমস্যা হয়েছে। তবুও এগিয়ে যাচ্ছি।
এ সময় শুটিংয়ে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী, মৌসুমী শিবা শানুসহ অনেকে।
৩১ জুলাই রাজধানীর আফতাবনগরে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। মাঝে নানা ঝামেলায় বন্ধ ছিল ছবির শুটিং। এ সিনেমার নেতার ভূমিকায় আছেন শাকিব খান। ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মীম। রয়েছেন মৌসুমী ও ওমর সানীও। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রপরিচালক উত্তম আকাশের ‘মামলা হামলা ঝামেলা’ ও ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ শিরোনামের দুটি ছবিতে। শাপলা মিডিয়ার ব্যানারে এই দুটি ছবিও শিগগিরই নির্মিত হবে।