175641

ডাক্তারের দেওয়া এই প্রেসক্রিপশন নিয়ে হাসাহাসি

ডায়রিয়া হওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার একটি প্রেসক্রিপশন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করছেন, শেয়ার দিচ্ছেন।

ওই প্রেসক্রিপশনে দেখা গেছে, ১৭ বছর বয়সী রোগীর নাম তওহিদ। তাকে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, ‘ORS: প্রতিবার পাতলা পায়খানা এক গ্লাস করে খাবেন’। এর মানে হচ্ছে ওরস্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পর এক গ্লাস করে খেতে হবে। কিন্তু কোনোভাবে একটা অক্ষর (র) এবং একটা শব্দ (পর) বাদ পড়েছে। এতে অর্থ অনেকের কাছে অন্যরকম মনে হচ্ছে এবং এ বিষয়টি নিয়েই শুরু হয়েছে হাসিঠাট্টা।

প্রেসক্রিপশনে দেওয়া তারিখ অনুযায়ী, এটি চলতি বছরের ১২ মার্চ দেওয়া। তবে কোন হাসপাতালে গিয়ে রোগী এমন পরামর্শ পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও এটি সত্যিই ঘটেছে নাকি ফটোশপ করা কোনো প্রেসক্রিপশন তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে যাই হোক, প্রেসক্রিপশনে চিকিৎসকের এমন পরামর্শে ফেসবুক ব্যবহারকারীরা বেশ মজাই পেয়েছেন! ফেসবুকে ছড়িয়ে পড়েছে ছবিটি। -ফেসবুক থেকে নেওয়া

ad

পাঠকের মতামত