ছেলে থেকে রাতারাতি মেয়ে হয়ে গেলেন অভিনেতা
এক ঝলকে দেখলে বুঝতেই পারবেন না এরা আসলে মেয়ে না ছেলে। পরনে শাড়ি, মুখে মেক আপ, সঙ্গে রয়েছে রকমারি জুয়েলারি। দেখে মনে হচ্ছে কোনো বাড়ির বউ। কিন্তু একেবারেই তা নয়। প্রথমে ছবিটা দেখলে ভিরমি খাবেন তো বটেই।
খুব তাড়াতাড়ি আসতে চলেছে রবি কিনাগী পরিচালিত কমেডি ছবি ‘জিও পাগলা’। আর সেখানেই এরকম সাজে দেখা যাবে সোহম এবং বনিকে। কমেডি ছবি কমেডি দৃশ্য ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আর হয়ত সেই কারণেই পরিচালক এরকম কমেডি লুক দিয়েছেন সোহম এবং বনিকে। ছবির একটি গানে এমন সাজে ধরা দেবেন এই অভিনেতারা। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিচালক দুই অভিনেতাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন টুইটারে। তার সঙ্গে এমনটাও লেখেন যে আমার দুই নায়িকা।
এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত এবং হিরণকে। নায়িকাদের তালিকায় রয়েছেন শ্রাবন্তী, কৌশানি, পায়েল এবং ঋত্বিকা।
ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, টালিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের পাগলামি দেখার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।