175646

কিশোর সাগর হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় চোর সন্দেহে সাগর নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার প্রধান আসামি আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকা থেকে আক্কাসকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

র‍্যাবের ভৈরব ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) ও উপপরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, বিকেল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার কিশোর সাগরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুজন হলেন গৌরীপুর উপজেলার শ্রীরামপুর এলাকার রিয়াজ উদ্দিন (৩০) ও ফজলুর রহমান (৪০)।

উল্লেখ্য, গত সোমবার সকালে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের আক্কাস আলী ও তার ভাইয়েরা মিলে চোর সন্দেহে সাগরকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ কাশবনে গুম করে রাখে তারা।

কিশোর সাগর হত্যার একদিন পর মঙ্গলবার বিকেলে তার বাবা শিপন মিয়া বাদি হয়ে আক্কাস আলীসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ad

পাঠকের মতামত