175577

মৃত্যুর আগে বউকে চিঠি লিখে যায় সাদ্দাম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. সাদ্দাম সিকদার (২৬) নামের এক ব্যাক্তি স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামের আরফান সিকদারের ছেলে। সিরাজদিখান থানা পুলিশ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে।

তার মা সাজেদা বেগম জানান, বুধবার সকালে ছেলে ঘুম থেকে উঠছে না, ডাকাডাকি করলেও কোন শব্দ না পেয়ে আমার ছোট ছেলে জানালা দিয়ে দেখে তার লাশ, পুলিশকে খবর দেই। আমার পুত্রবধু রিমা আক্তারের কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে। তার মৃত্যুর আগে একটি চিঠি লিখে রেখে যায়। স্ত্রীর সাতে ঝগড়া ছিল বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রী শ্রীনগর বাবার বাড়িতে রয়েছে। তাকে বহুবার আনতে গেলেও সে আসে নাই। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে। আমি রিমার বিরুদ্ধে থানায় মামলা করেছি।

সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো.আজিজুল জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দেওয়া অবস্থায় সাদ্দামের ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত