175605

চিকুনগুনিয়া নিয়েও জয়ের জন্মদিনে শাবনূর

আব্রাহাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠানে আসেন নি শাকিব খান। তাই বলে জয়ের জন্মদিনে তারকার কমতি ছিল না। চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন চিত্রনায়িকা শাবনূর। কিন্তু ছোট্ট জয়কে জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে থাকবেন তা তো হয় না। শরীরে ব্যাথা নিয়েই নিজের সন্তানকে কোলে নিয়ে জয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হন।

এছাড়াও এসেছিলেন সংসদ সদস্য মমতাজ, নায়ক রিয়াজ, বাপ্পীসহ আরও অনেকেই। কিন্তু প্রথম জন্মদিনের কেক কাটার সময় বাবা ছিল না। অপু ছেলেকে নিয়ে নিকেতনে ভাড়া বাসায় থাকেন। তার ভাড়া দেন শাকিব। স্ত্রী-পুত্রের ভরণপোষণ দেন। স্বামী বা বাবা হিসেবে দূর থেকে দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্রের সব পরিচিত তারকারা এলেও শাকিব আসেননি এটাই উপস্থিত অতিথিদের নিকট বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।

ad

পাঠকের মতামত