সাহসী প্রেমিক সোজা ঢুকে পড়ল প্রেমিকার বিয়েতে, তারপর যা ঘটলো
বাস্তব জীবন থেকেই তো তৈরি হয় সিনেমার চিত্রনাট্য। তাই এই ঘটনাকে সিনেমার মতো বলাই যায়। ছেলেটি ‘দিল-জান’ দিয়ে ভালোবেসেছিল মেয়েটিকে। মেয়েটিও ছেলেটিকে খুব ভালোবেসেছিল । কিন্তু মা-বাবার চাপে মেয়েটির অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল। সবাইকে চমকে ছেলেটি সোজা বিয়ের পিঁড়ি থেকে তুলে মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বিয়ে করে নিয়ে গেল। ‘সিনেমার মতো’ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে।
হায়দরাবাদের উপকণ্ঠে বাক্কান্নাপালেম গ্রামে তখন বিয়ের পিঁড়িতে বসেছে মেয়েটি। নিমন্ত্রিতরা সকলে হাজির। মেয়েটি ফুঁপিয়ে কাঁদছে। আসলে দীর্ঘ দিন যাকে ভালোবেসেছে, সেই মানুষটাকে মেনে নেননি তার পরিবার। জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে অন্য ছেলের সঙ্গে। কিন্তু ছেলেটি যে আক্ষরিক অর্থেই ‘একরোখা’। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে সে ভাবতেও পারছিল না।
রাতে ছেলেটি সোজা চলে যায় মেয়েটির গ্রামে। ঢুকে পড়ে বিয়েবাড়িতে। আমন্ত্রিতদের ঠেলে সোজা ছাতনাতলায়। মেয়েটিকে পাঁজাকোলা করে প্রথমে কিস, তারপর একে অপরকে জড়িয়ে কান্না। আমন্ত্রিতরা সকলে তো রে রে করে উঠেছেন। মেয়ের মা-বাবা ছেলেটিকে ‘এই মারে কি সেই মারে’। কিন্তু হার না মানা ভালোবাসা। এই সব দৃশ্য দেখে বর ও তার পরিবার সোজা জানিয়ে দেয়, এই মেয়েকে ঘরে তুলবেন না তাঁরা।
ছেলেটি এরপর মেয়েটির মা-বাবাকে বোঝায়, তাঁরা একে অপরকে কতটা ভালোবাসে। সব শুনে শেষ পর্যন্ত মা-বাবার মন গলে। ওই পিঁড়িতেই ছেলেটি বিয়ে করে প্রেমিকাকে। মধুরেণ সমাপয়েত।-এই সময়