সন্তানের জন্মদিনে এতিমদের খাওয়ালেন শাকিব খান
‘২৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অপু বিশ্বাসের নিকেতনের বাসা থেকে শাকিবের চাচাতো ভাই মনির আব্রাম খান জয়কে শাকিব খানের গুলশান ২ নম্বরের বাসায় নিয়ে আসেন। এরপর থেকেই বাবা ও ছেলে একসঙ্গে রয়েছেন। বেশ দারুণ সময় কাটাচ্ছেন তারা। শাকিব ও পুত্র আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন।’
শাকিবের এক ঘনিষ্টজন সঙ্গে ২৭ সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে আলাপকালে এ কথাগুলোই বললেন। তিনি আরও জানান, সে সময় অপু বিশ্বাসের সহকারি শেলিও জয়ের সঙ্গে ছিলেন। এদিকে কথা ছিল ২৭ সেপ্টেম্বর দুপুরে গুলশানের আজাদ মসজিদে শাকিব খান তাঁর ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
এরপর গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন। এতে শাকিব নিজেও উপস্থিত থাকবেন। আর এসব কিছু ঠিকঠাক মত হলোও শাকিব সেখানে যাননি। তবে সে সূত্রটি জানায়, শাকিব তার পুত্র আব্রামের জন্মদিনে তাকে উপহার হিসেবে একটি সোনার চেইন দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অপু বিশ্বাস এখন অনুষ্ঠানটি সফল করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন। কীভাবে অনুষ্ঠানটিকে সফল করা যায়। এছাড়া অনুষ্ঠানে শাকিব খান যাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু নিশ্চত করে জানা যায় নি। আর অনুষ্ঠানে শাকিবের উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত করে অপুও কিছু বলতে পারেননি-শুধু বলেছেন, ‘শাকিব দেশে আছে। ওর আসার কথা রয়েছে।’
২০০৬ সালে অপু-শাকিব ‘কোটি টাকার কাবিন’ ছবিতে জুটি অভিনয় করেন। প্রথম ছবিতেই বিপুল দর্শক প্রিয়তা পেয়ে যাওয়ায় এই জুটি একাধারে ৭০টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পর প্রেমের বাঁধনে জড়িয়ে যান। এরপর ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। দীর্ঘদিনের ঘর-সংসারও তাদের।এসময় তাদের পরিবারের সদস্য ছাড়াও এক প্রযোজক উপস্থিত ছিলেন।
ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিব খানের আনা এক কাজি তাদের বিয়ে নিবন্ধন করেন। মুসলিম রীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্তী বিশ্বাস অপুর নাম কাবিননামায় ‘অপু ইসলাম খান’ নামে লিপিবদ্ধ করা হয়। সুদীর্ঘ ৯ বছর সংসার জীবনে শাকিব খানের বাবা হওয়া তথা অপু বিশ্বাসের মা হওয়ার কোনো সংবাদ পায়নি গণমাধ্যম।
তবে গত ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে, এক প্রকার হাটে হাড়ি ভেঙে দেন শাকিব পতী অপু। এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরস জাত সন্তানকে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাহাম খান জয়ের। সেসময় অপু বিশ্বাসের সিজারও করা হয়। আর এতে ৩০ লাখ টাকা খরচ হয়েছিল বলে জানিয়েছেন অপু।