175499

দ.আফ্রিকাকে হারানোর যে উপায় বললেন আশরাফুল

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজ। দেড় মাস ব্যাপী এই সিরিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট অঙ্গনে কাজ করছে ভিন্ন আমেজ।

ফিক্সিংয়ের কারণে ক্যারিয়ারে বাধা পড়ায় জাতীয় দলে খেলা হচ্ছে না দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা মোহাম্মদ আশরাফুলের। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আশরাফুল জানান টেস্টে প্রোটিয়াদের হারানোর উপায়। আশরাফুল বলেন,‘দক্ষিণ আফ্রিকাকে ২৫০ রানের মধ্যে অলআউট করতে হবে। সেখানে বোলাররা জ্বলে উঠতে না পারলে ম্যাচে টিকে থাকা কঠিন, বিশেষ করে টেস্টে। তাই আমাদের বোলারদের বাড়তি দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে। নিউজিল্যান্ড সফরে বোলাররা তেমন ভালো করেনি। ওখানে একটা টেস্টে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও আমরা হেরেছিলাম বোলারদের বাজে পারফরম্যান্সের কারণে। তাই দক্ষিণ আফ্রিকায় বোলারদের ভালো করা খুব জরুরি। ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের দায়িত্ব কোনও অংশে কম নয়।’

ad

পাঠকের মতামত