
ছেলের জন্মদিনেও এক হচ্ছেন না শাকিব-অপু!
একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনেও এক হচ্ছেন না চিত্রতারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। তারা দু জন ভিন্ন-ভিন্ন ভাবে উৎযাপন করবে ছেলে আব্রামের জন্মদিন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় জাঁকজমক পরিবেশে ছেলের জন্মদিনের কেক কাটার আয়োজন করেছেন অপু বিশ্বাস। আর শাকিব ছেলের জন্মদিন উদযাপন করবেন গুলশান আজাদ মসজিদে দুপুরে মিলাদ আর গরিবদের মধ্যে খাবার বিতরণ করে। তারা কেউ থাকবেন না কারো অনুষ্ঠানে।
ছেলের জন্মদিনের নিমন্ত্রণ কার্ডে কোনো অস্তিত্ব নেই শাকিবের। অথচ এই কার্ড দিয়েই শাকিব খানের বন্ধু, আত্মীয়, পরিচিতজন আর চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের দাওয়াত করেছেন অপু।
কিন্তু (একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে) অপু জানান মাস দেড়েক আগে একজনের মাধ্যমে শাকিব ছেলের জন্মদিন আয়োজনের কথা বলেছিল তাকে।
অপুর ভাষ্য, ‘সবকিছু আমি গুছিয়ে আনি। সপ্তাহ খানেক আগে শাকিব জানায় দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আর আমি আমার মতো করি।’
জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে সোনার মুকুট দিচ্ছেন অপু। তবে শাকিব খান ছেলের জন্য কোনো উপহার কেনেননি।