‘কৃষ ৪’-এ হৃতিক খলনায়ক
বলিউডের গ্রিক গড হৃতিক রোশন তাঁর প্রতিটি ছবিতেই কিছু না কিছু নতুন দিয়ে থাকেন তাঁর ভক্তকূলকে। কখনও লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা কখনও বা অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন মাতানোর চেষ্টা, দুটি ক্ষেত্রেই কোনও রকমের জায়গা ছাড়েননি ডুগ্গু।
এবার তাঁর ভক্তদের জন্য অপেক্ষা করছে আরেকটি নতুন চমক। ‘কৃষ ৪’ -এ থাকছে ‘অভিনেতা’ হৃতিকের নতুন চমক।
জানা গেছে, ‘কৃষ ৪’ -এ নায়ক হওয়ার পাশাপাশি খলনায়কের ভূমিকাতেও অভিনয় করবেন হৃতিক। ভালো মন্দ দুটি চরিত্রই ফুটিয়ে তোলা যে বেশ চ্যালেঞ্জের তা নতুন কথা নয়।
তবে সেবিষয়েও বেশ তৎপর হৃতিক। জানা গিয়েছে , গোটা ছবির মূল গল্প একই থাকবে। তবে কীভাবে কৃষ্ণা তথা কৃষ নায়ক হয়েও খলনায়োকচিত কাজ করছেন তা নিয়েই গল্প ‘কৃষ ৪’-এর। আর এই গল্পে হৃতিকের খলনায়ক হওয়া যে বাড়িতে মাইলেজ যোগ করবে , তা বলার অপেক্ষা রাখে না।