কাল থেকে নতুন নিয়মে ক্রিকেট
কাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ও পাকিস্তান-শ্রীলঙ্কার টেস্ট। এ দুই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কার্যকর হবে ক্রিকেটের পরিবর্তিত নিয়ম।
রান আউট, ক্যাচ, ডিআরএসসহ বেশ কিছু বিষয়ে ক্রিকেটের নিয়মে এসেছে পরিবর্তন। আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, ‘ক্রিকেটের বেশির ভাগ নিয়মের পরিবর্তনগুলো এসেছে আইনের পরিবর্তনের কারণে, যেগুলো করেছে এমসিসি। আমরা শুধু আম্পায়ারদের কর্মশালা করিয়ে নতুন আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা দিয়েছি। ’
বড় বদল এসেছে ব্যাটের মাপে। ব্যাটের প্রান্তের পুরুত্ব ৪০ মিলিমিটারের বেশি হওয়া যাবে না ও সার্বিকভাবে ব্যাটের পুরুত্ব ৬৭ মিলিমিটারের বেশি হতে পারবে না। আম্পায়ারদের, ব্যাটের আকৃতি মাপতে বিশেষ ছাঁচ দেওয়া হবে। এ ছাড়া কোনো খেলোয়াড় যদি মাঠে চতুর্থ মাত্রার কোনো অপরাধ করেন, তাহলে তাঁকে তাত্ক্ষণিক শাস্তি দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবেন আম্পায়ার। এই মাত্রার অপরাধের মধ্যে রয়েছে আম্পায়ারকে হুমকি, গায়ে হাত দেওয়া, ইচ্ছা করে শারীরিক সংঘর্ষে জড়ানোর মতো অপরাধ। এই আইন সব ধরনের ক্রিকেটেই প্রবর্তিত হবে।
টেস্টে আগে ৮০ ওভারের পর নতুন ‘রিভিউ’ যুক্ত হতো, এখন থেকে সেটা বাদ। অর্থাৎ প্রতি ইনিংসে দুইবার রিভিউ নেওয়ার সুযোগ থাকবে, দুটো ব্যর্থ রিভিউ হয়ে গেলেই আর রিভিউ নেওয়া যাবে না সেই ইনিংসে। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার ক্ষেত্রে ফিল্ডারকে লাফ দেওয়ার সময় অবশ্যই সীমানার ভেতর থেকে লাফিয়ে উঠতে হবে। সীমানার বাইরে থেকে লাফিয়ে উঠে ভেতরে পড়লে বাউন্ডারিই হবে। রান আউটের নিয়মেও এসেছে পরিবর্তন। রান নেওয়ার সময় দাগের ভেতর পা বা ব্যাট ঢোকার পর উঠে গেলে এমন সময় স্টাম্প ভাঙলে আউট হবে না, একই নিয়ম প্রযোজ্য হবে স্টাম্পিংয়ের বেলায়ও। থাকছে খেলোয়াড়দের লাল কার্ড দেখানোর নিয়মও। কোন খেলোয়াড় আম্পায়রকে হুমকি দিলে ,প্রতিপক্ষকে শারীরিকভাবে লাঞ্চনা করলে কিংবা মাঠে সহিংস আচরণ করলে দেখবেন লাল কার্ড। আইসিসি