শ্বশুরবাড়ি থেকে বলে তোমার ড্রেসটা একটু ঠিক রেখো: মাহি
চলচ্চিত্রে ৫ বছর পার করেছি। আমি আসলে খুবই লাকি। আমার প্রথম চলচ্চিত্র ‘ভালবাসার রং’ হিট করে। প্রথম ছবিতেই একক হিরো-হিরোইন এবং প্রথমটিই সুপার হিট একটি ছবি। তখন থেকে সবাই আমাকে বলতো আমি স্বর্ণের চামচ মুখে দিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছি। বলছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা মাহিয়া মাহি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাহিয়া মাহি বলেন, মানুষ যখন আমার খুব প্রশংসা করতো তখন আমার কাছে মনে হত এটা মানুষ একটু বেশি বেশি বলছে। কিন্তু এখন আমি ফিল করি এটা আমার জন্য অনেক বেশি প্রযোজ্য। আমি অনেক বেশি লাকি। আমি যতদূর জানি বিয়ের পরে নায়িকারা অনেকটাই হারিয়ে যায়। সবাই বলে এ সময় তেমন একটা ক্রেজ থাকে না, সিনেমা পাওয়া যায় না, ডিরেক্টররা নিতে চান না, ফ্যামিলি থেকেও তেমন একটা সাপোর্ট পাওয়া যায় না। আর এ ক্ষেত্রে আমার বেলায় একদম ভিন্ন। বিয়ের আগে আমি যতটুকু কাজ করতাম তন্মধ্যে বছরের অর্ধেক সময় ঘুরে বেড়াতাম আর বাকি সময় কাজ করা হতো। আর এখন আমি অনেক ব্যস্ত। ২০১৭ সাল আমার জন্য বেশি লাকি।
নিজের স্বামী সম্পর্কে বলতে গিয়ে মাহি বলেন, আমার স্বামী অপু আমার জন্য লাকি। বিয়ের পর আমার কাছে অসংখ্য ভাল ভাল ছবির অফার আসছে। আমার হাতে এখন অনেক কাজ। কোনটা ছেড়ে কোনটা করবো টেনশনে থাকি। ডিরেক্টররা আমাকে নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। এখন অনেক ভাল ভাল ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে।
স্বামীর পরিবার থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন ? এর উত্তরে মাহি বলেন, স্বামীর পরিবার আমাকে খুব সাপোর্ট করছে। তবে তারা বলে, তোমার ড্রেসটা একটু ঠিক রেখ। যেহেতু তারা সিলেটের তাই তাদের মধ্যে ধার্মিকতার একটা আগ্রহ এখানে কাজ করে। আবার মাসের পর মাস শ্যুটিংয়ের জন্য আমি বাহিরে থাকি। এসব ব্যাপারে তাদের দিক থেকে কোনো অভিযোগ নেই। বরং তারা আরও জানতে চায় কোনো সমস্যা হচ্ছে কিনা, শ্যুটিং ঠিকমত চলছে কিনা। তাদের সহযোগিতা সব সময় থাকে। আমি যখন একদিন গ্যাপ পাই সিলেটে চলে যাই। এ সময় অপু আনা-নেওয়া করে। রাত তিনটার সময় যদি শ্যুটিং শেষ হয় দেখি অপু গাড়ি নিয়ে এসে হাজির। এই যে সাপোর্টগুলো এসব আমাকে খুব উৎসাহিত করে। তখন আমার মনে হয় আমাকে আরও অনেক বেশি ভাল কাজ করতে হবে। যাতে তারা আমাকে দেখে প্রাউড ফিল করতে পারে।
স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমার মনেই হয় না বিয়ে করেছি। ওর সঙ্গে আমার সম্পর্কটা একটা গড গিফটেড। আল্লাহ আমার জন্য এমন একটা পারফেক্ট মানুষ পাঠিয়ে দিয়েছে। তবে আমি খুবই শট টেম্পার একজন মানুষ। অল্পতে তাড়াতাড়ি রেগে যাই। আর ও হচ্ছে একেবারে শান্ত। রাগ নেই বললেই চলে। আমাকে হেন্ডেল করার জন্য এমন একজন মানুষ আমার লাইফে এসেছে। আমি ভাগ্যবান। আর একটা মজার বিষয় হচ্ছে আমার শাশুড়ি সব সময় আমাকে উদাহরণ দিয়ে বলেন, মৌসুমী ওমর সানী কত সুন্দর সংসার করছে,তাদের মধ্যে কোনো ঝগড়ার খবর পত্রিকায় আসেনি। ওদের মত চলবে।
জাজ মাল্টিমিডিয়া সম্পর্কে বলতে গিয়ে মাহি বলেন, যখন মানুষ আমাকে চিনতো না। আমার অভিনয় মানুষ পছন্দ করতো না। তখন জাজ আমাকে নিয়ে অনেক ট্রাই করেছে। একের পর এক সিনেমা করতে করতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। একটানা জাজে কাজ করেছি, তাদের বাইরে করিনি। তারা অনেক সিনেমায় সলো হিরোইন হিসেবে আমাকে নিয়ে কাজ করেছে। যতদিন আমি জাজে কাজ করেছি আমার অবস্থানটাকে শক্ত করেছি। তারা আমাকে একটা পজিশনে এনে দিয়েছেন।
অনেক দিন জাজে কাজ করলেন এখন কেন গন্ডির বাইরে গেলেন এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, আমি মনে করি নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকা ভাল তবে সেটা প্রথম ষ্টেজে। যাতে বেইজটাকে শক্ত করা যায়। আমি প্রথম দিকে একটানা জাজে কাজ করেছি। একটার পর একটা সিনেমা করে অভিজ্ঞতা অর্জন করেছি। ভাল ভাল ছবিতে কাজ করেছি। উল্টা-পাল্টা কোনো ছবিতে কাজ করিনি। যদি করতাম তাহলে আমার ক্যারিয়ারটা নিচে নেমে যেতো। আমি মনে করি একটা সময় পর্যন্ত গন্ডির মধ্যে থাকাটা ভাল। ওই সময়টা চলে গেলে ওপেন হয়ে যাওয়া উচিৎ। আমার অনুভূতি হলো আমার লাইফে যা যা হয়েছে সব পারফেক্টলি হয়েছে। জাজে কাজ করার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছি। এখন আমি বাইরে কাজ করতে পারি।
চলচ্চিত্রে বর্তমানে কাজের ব্যস্ততা সম্পর্কে মাহি বলেন, ঢাকা এ্যাটাক খুবই আলোচিত একটি ছবি। এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দর্শক আমাকে দেখতে পাবে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করি আরেকটি ভাল ছবি আসছে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে মানিক ভাইয়ের ‘জান্নাত’ ছবি। এই সিনেমাতেও আমার রোলটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর মনে রেখ ও গাজী জাহাঙ্গীর ভাইয়ের প্রেমের বাঁধন ছবিতে কাজ করছি।
সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার অভিনয় দেখবেন। খারাপ লাগলেও একবার দেখবেন। আর ভাল লাগলে বার বার দেখবেন। একটা কথা আছে অভিজ্ঞতা মানুষকে অনেক পারফেক্ট করে। সো আমি খারাপ করতে করতে একদিন অনেক ভাল অভিনেত্রী হতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন।