175418

তাঁদের নেতৃত্বে নতুন সংগঠন

আসছে চলচ্চিত্রের নতুন। ‘চলচ্চিত্র ফোরাম’ নামের এই সংগঠনের সভাপতি হিসেবে দেখা যাবে নাসিরুদ্দিন দিলুকে।

সাধারণ সম্পাদক হিসেবে এই কমিটিতে থাকছেন কাজী হায়াত। একাধিক বিস্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন বাপ্পারাজ। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে ওমর সানী কোন পদে থাকছেন তা জানা না গেলেও একটি ভাইটাল পদে তাঁকে দেখা যাবে বলে সূত্র জানাচ্ছে।
শাকিব খান প্রথম থেকেই এই সংগঠনের সাথে যুক্ত থাকছেন বলে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, কোনো ভাইটাল পদ নিতে চাননি শাকিব। তবে তারপরেও তার সম্মতিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে তার নাম অন্তর্ভূক্তি করা হয়েছে। একই পদে থাকছেন অমিত হাসান, কাজী মারুফ।

মোহাম্মদ ইকবাল, নাদের চৌধুরী, ববিসহ প্রায় দুই শাতাধিক মুখ ইতোমধ্যে এই সংগঠনে নাম লিখিয়েছে। মেহের আফরোজ শাওনও থাকছেন এই সংগঠনে। তবে তিনি সাধারণ সদস্য হিসেবে থাকবেন বলে সূত্রটি বলছে। তবে সংগঠনের সাথে প্রথম সারিতে যুক্ত থাকছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ।

ইতোমধ্যে নতুন এই সংগঠনের খবর নিয়ে মিডিয়াপাড়া বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলাবলি করছেন এই সংগঠনের ভবিষ্যত নিয়ে। ধারণা করা যাচ্ছে, এইসব দ্বন্দ্ব-সংঘাতের জের ধরেই চলচ্চিত্র পরিবারের উপর ক্ষুব্দ নির্মাতা, প্রযোজক, শিল্পীরা মিলে নতুন এই সংগঠনটি করতে যাচ্ছেন। তবে এই সংগঠনটি রয়েছে সমালোচনার মুখে।

ad

পাঠকের মতামত