
‘ঢাকা অ্যাটাক’-এর চমকপ্রদ ট্রেলার (ভিডিও)
বহু দিন ধরেই আলোচনার টেবিলে রয়েছে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। দর্শকমনেও ছবিটি নিয়ে আগ্রহ অনেক দিনের। পোস্টার ও এর গল্প সম্পর্কে খানিক ধারণা পাওয়ার পর থেকেই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন ছবিটি দেখার জন্য। কিছু দিন আগে ছবিটির ১ মিনিট ১০ সেকেন্ডের একটি টিজার ছাড়া হয়। সেটা দেখার পর ‘ঢাক অ্যাটাক’ নিয়ে আগ্রহ আরও বেড়ে যায়। এরপর ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া গানটিও বেশ ভালো সাড়া ফেলে।
এবার প্রকাশ হয়েছে ছবিটির অফিশিয়াল ট্রেলার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ২ মিনিট ৫০ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর এই ট্রেলার। এতে আঁচ পাওয়া যায় যে, বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের থ্রিলারধর্মী উপস্থাপনাই হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।
এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। ‘অগ্নি’ ছবির পর এই জুটি আবারও পর্দায় ফিরছেন ‘ঢাকা অ্যাটাক’র মাধ্যমে। এছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ ও নওশাবা, হাসান ইমাম প্রমুখ।
পুলিশ কর্মকর্তা সানী সানোয়ারের কাহিনী অবলম্বনে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ প্রযোজনা করছে ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়া। আগামী ৬ অক্টোবর সিনেমা হলের পর্দায় মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এছাড়া ইউরোপের কয়েকটি দেশেও মুক্তি পাবে বলে জানা গেছে।
দেখুন ‘ঢাকা অ্যাটাক’র ট্রেলার: