
জন্মদিনে মায়ের কাছ থেকে কি উপহার পাচ্ছেন জয়?
বাবা সুপারস্টার। মা জনপ্রিয় নায়িকা। অথচ সকল ফোকাস ছোট্ট এক শিশুর দিকে। বলা হচ্ছে তারকা দম্পতি অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের কথা। আগামীকাল তার বয়স এক বছর হচ্ছে। এ উপলক্ষে বেশ জমকালো আয়োজন রেখেছেন অপু। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি।
তা জন্মদিনে ছেলেকে কি উপহার দিচ্ছেন অপু? এমন প্রশ্ন ভক্তদের মনে। অপু বলেন, ‘জন্মদিনে ছেলেকে উপহার দিবো স্বর্ণের মুকুট। আর বিদেশ থেকে আনা শেরওয়ানি। জয়ের যা বয়স, তাতে তার সাইজের শেরওয়ানি দেশের কোথাও পাইনি। তাই আমার এক পরিচিত জনের মাধ্যমে কাতার থেকে আনিয়েছি। ও আমার মাথার তাজ, ওর কারণে আমার জীবন পূর্ণতা পেয়েছে। তাই ওর জন্য স্বর্ণের মুকুট বানিয়েছি।’
এদিকে নতুন করে সিনেমায় ফেরার জন্য নিয়মিত জিমে যাচ্ছেন অপু। তিনি বলেন, ‘দেখেন দর্শক তো আমাকে এখনকার রূপে নায়িকা হিসেবে দেখতে চাইবে না। তাই স্বাস্থ্যকে আগের জায়গায় নিতে পরিশ্রম করে যাচ্ছি।’