175306

রোহিঙ্গা শিবিরে চাঁদের টুকরো শিশু

এ যেন চাঁদের টুকরো চেহারা। রাজ্যের মায়া শিশুটির মুখজুড়ে। শিশুমন ঘুমে অচেতন। সে জানে না তার ভবিষ্যত কতটা অনিশ্চিত। বাবা মার বিয়োগ ব্যথা বুঝার ক্ষমতাও তার নেই। ছবিটির দিকে তাকালেই হৃদয়ের কান্না বেরিয়ে আসে। এ চাঁদমাখা চেহারার শিশু আজ পৃথিবীতে চির এতিম। বাবা মা কেউ বেঁচে নেই। মগরা কেড়ে নিয়েছে তাঁর বাবা মার প্রাণ। প্রতিবেশির কোলে করে আজ তার আশ্রয়ের ঠিকানা উখিয়া শরণার্থী শিবিরে। ত্রাণ বিতরণ করতে যেয়ে রোহিঙ্গা শিবির থেকে সোমবার ছবিটি ফেসবুকে পোস্ট দিয়েছেন মাওলানা মুজিবুর রহমান।

ত্রাণকর্তাদের ফেসবুকে প্রোফাইলে অসংখ্য এমন শিশুর ছবি ছড়িয়ে পড়েছে। যারা ত্রাণ দিতে যেয়ে নিষ্পাপ শিশুদের কোলে কিছুটা হলেও সান্ত্বনার আদর বুলিয়ে দেন। এমন আরও একটি ছবি শরণার্থী শিবির থেকে এ প্রতিবেদককে পাঠিয়েছেন ত্রাণকর্তা মুর্শেদ সিদ্দিকী। এ শিশুটি লাখো রোহিঙ্গাদের মতো বাবার মার কোলে করে নিরাপদ জীবনের আশ্রয় পেতে আজ বাংলাদেশের শরণার্থী শিবিরে। চেহারা দেখে মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান। যদিও আজ তারা মগ আর মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের মুখে সব হারিয়ে নিঃস্ব। এ শিশুদের পাশে বিশ্ব এগিয়ে না এলে বিশ্ব মানবতার চির লুণ্ঠন হবে সন্দেহ নেই।

সূত্র:আমাদের সময়.কম

ad

পাঠকের মতামত