যে কারণে বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারীর মৃত্যু হলো!
মিশরের নারী ইমান আহমেদ। যাকে সবাই বিশ্বের সবচেয়ে বেশী ওজনের নারী হিসেবেই চিনে। আজ সোমবার দুবাইয়ের আবুধাবির বুর্জিল হাসপাতালে সে মৃত্যু বরণ করেছে। তার বয়স হয়েছিল ৩৭ বছর।
এ বছরের শুরুতে অপারেশনের মাধ্যমে ওজন কমানোর উদ্দেশ্যে তাকে মুম্বাইয়ে আনা হয়েছিল। মুম্বাইয়ের সেইফি হাসপাতালে তিন মাসে তার ২৫০ কেজি ওজন কমানো হয়েছিল।
আবু ধাবির বুর্জিল হাসপাতালের কর্মকর্তারা জানান, মুম্বাইয়ের সেইফি হাসপাতাল থেকে রিলিজ নেয়ার পর ইমান আহমেদ এখানে চিকিৎসাধীন ছিলেন। এখানে চিকিৎসাধীণ থাকা অবস্থায় হার্টের রোগ ও কিডনীর রোগসহ অন্যান্য কিছু জটিল সমস্যায় ভুগছিল সে।
হাসপাতাল সূত্র আরও জানায় যে, দুবাইতে আসার পর বিভিন্ন বিভাগের ২০ জন অভিজ্ঞ ডাক্তার সমন্বয়ে একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছিল তার জন্য। সব ডাক্তার তার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। তার পরিবারের সকলের জন্য আমারা গভীর দুঃখপ্রকাশ করছি।
ইমান আহমেদ মিশরের আলেজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। প্রায় ৫০০ কেজি ওজন নিয়ে চিকিৎসা করাতে গত ১১ ফেব্রুয়ারি ভারতের মুম্বাই এসেছিলেন মিসরীয় এই নারী।
সেখানে ডাঃ মুফাজ্জল লাকদাওলার নেতৃত্বে একটি মেডিকেল টিম তার ওজন কমানোর জন্য ল্যাপ্রোসকোপিক স্লিভ গ্যাস্ট্রেকটমি সার্জারি করিয়েছিল।
ইতঃপূর্বে ডাক্তাররা তার চিকিৎসাকালীন সময়ের ভিডিওচিত্র প্রকাশ করে জানিয়েছিলেন যে, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে তিনগুন গতিতে ইমান আহমেদ সুস্থ হয়ে উঠছেন।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস