175364

মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার মৌমিতা

মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টলিউড অভিনেত্রীকে। ওই অভিনেত্রীর নাম মৌমিতা চক্রবর্তী।

রুবির মোড় থেকে তাঁকে সম্প্রতি গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। সিগন্যাল ব্রেক করার অপরাধে গ্রেপ্তার করতা হলেও পরে পুলিশ জানিয়েছে ওই অভিনেত্রী মদ খেয়ে গাড়ি চাল্লাচ্ছিলেন। আর এজন্যই নিয়মের কোনো তোয়াক্কা করেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সল্টলেক থেকে রুবির দিকে যাওয়ার সময় সায়েন্স সিটির কাছে ট্র্যাফিক সিগনাল ভেঙে গাড়ি নিয়ে বেরিয়ে যান অভিনেত্রী। কর্তব্যরত ট্র্যাফিক সার্জেনরা হাত দেখালেও তিনি গাড়ি থামাননি। উত্তর পঞ্চান্নগ্রামের কাছেও তাঁকে দাঁড় করানোর চেষ্টা হয়। সেখানও তিনি থামেননি বলে অভিযোগ। শেষে রুবির মোড়ে তাঁকে দাঁড় করাতে সক্ষম হয় ট্র্যাফিক পুলিশ।

পুলিশ বলছে মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওই অভিনেত্রী।

গাড়ি থেকে নেমে ট্র্যাফিক সার্জেনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ট্র্যাফিক সার্জেনকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে তাঁকে প্রগতি ময়দান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন তিনি আটক রয়েছেন।

ad

পাঠকের মতামত