175343

ছেলে জয়ের জন্মদিনে কি আয়োজন রাখছে শাকিব ?

বর্তমান সময়ে তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত শাকিব ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান। আর ছেলের প্রথম জন্মদিনে পাশে থাকতেই লন্ডনে ‘চালবাজ’-এর শ্যুটিং শেষে দেশে ফিরছেন শাকিব খান। প্রথম ঈদ একমাত্র ছেলে জয়ের সঙ্গে না কাটালেও ঈদুল আযহা ছেলের সঙ্গে কাটিয়েছেন শাকিব খান।

কিন্তু এরপরই ফের ছেলের প্রথম জন্মবার্ষিকীতে বাবাকে কাছে পাবেন কিনা সেটা নিয়ে ছিল সংশয়। কিন্তু সব সংশয়কে পাত্তা না দিয়ে লন্ডন থেকে দেশে ফিরছেন শাকিব। চলতি মাসের ৬ তারিখ থেকেই লন্ডনের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে জয়দীপ মুখার্জী ও অনন্য মামুনের যৌথ নির্মাণের ছবি ‘চালবাজ’-এর। টানা পনেরো দিন শ্যুটিং শেষে এবার লন্ডনের পোর্শনে শ্যুটিং শেষ করে যে যার দেশে ফিরে যাচ্ছেন। আসছে দূর্গা পুজাকে সামনে রেখে জয়দীপ, শুভশ্রীসহ সকলেই কলকাতার উদ্দেশ্যে চলে গেছেন।

তাই দেশে ফিরে আসতে পারেন শাকিব খানও। পুজা শেষ হলে শিগগির ‘চালবাজ’-এর শ্যুটিং শুরু হবে কলকাতায়। আসছে ২৭ তারিখে ছেলের প্রথম জন্মবার্ষিকীতে জুনিয়র খানের পাশে থাকবেন শাকিব।

ছেলের জন্মদিনে শাকিবের পরিকল্পনার কথা জানা না গেলেও ছেলের প্রথম জন্মদিন উপলক্ষ্যে বিশাল আয়োজন করার পরিকল্পনা করছেন আব্রাহাম জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে কাছের আত্মীয়স্বজন, গণমাধ্যমকর্মী, সহ-কর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে ভাবছেন তিনি। তবে সে অনুষ্ঠানের পরিকল্পনা এখনই প্রচারের পক্ষে নয় অপু।

ad

পাঠকের মতামত