
অস্কারে ডিএ তায়েবের ‘সোনাবন্ধু’
সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে গ্রাম বাংলার প্রাণের ছবি ‘সোনাবন্ধু’। ছবিতে ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করছেন তিন চিত্রনায়িকা-পপি, পরীমনি এবং লামিয়া মিমো। সম্প্রতি অস্কারের জন্য জমা দেয়া হয়েছে সোনাবন্ধু ছবিটি। সোনাবন্ধু নিয়ে চিত্রনায়ক ফারুক বলেন, আমি আশা করি এবং মন থেকে দোয়া করছি সোনাবন্ধু যেন বাংলার মানুষের মুখে মুখে থাকে, এ যেন আরেকটি সুজন-সখী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর বলেন, সোনাবন্ধু বাংলাদেশের আরেকটি বেদের মেয়ে জোৎস্না। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান বলেন, খাঁটি বাংলাদেশি ছবি হচ্ছে সোনাবন্ধু। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ছবিটি আমি দেখেছি ডিএ তায়েব অভিনয় অসাধারণ করছেন, গল্পের সঙ্গে একেবারে মিশে গেছে। চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, সোনাবন্ধু মুক্তির পর থেকে দর্শক খুবই উৎসাহ-উদ্দীপনা নিয়ে হলে যাচ্ছে, সুতরাং বলা যায় সোনাবন্ধু হিট।