175264

ছেলেমেয়েদের জন্য অনেক বছর বাঁচতে ইচ্ছে করে: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক; তবে ক্রিকেটের সীমানা ছাড়িয়েছেন তিনি অনেক আগেই। জীবনের অনেক ক্ষেত্রেই কোটি কোটি মানুষের অনুপ্রেরণার নিরন্তর উৎস মাশরাফি বিন মুর্তজা।

কোনো এক সংবাদ সম্মেলনে আপনি একবার বলেছিলেন, ক্রিকেটের চ্যালেঞ্জ কিছুই না, সন্তান দুটিকে মানুষ করাই আসল চ্যালেঞ্জ…

মাশরাফি: দেখুন, আমার ৩৩ হয়ে গেল। আর চাওয়ার কি আছে? প্রথমবার বাবা হলাম যখন, হুমায়রা এলো পৃথিবীতে, আমার তখন ২৮ বছর। তখনই প্রথম অনুভব করতে পেরেছি, আমার আর কি-ই বা আছে! খেলছি দেশের জন্য, যত দিন খেলব সর্বোচ্চটা উজাড় করে দেব। এই তো। কিন্তু আমার পরিবার, পরের প্রজন্ম যেন ভালোভাবে চলতে পারে, সেটা বড় ভাবনা।

তার মানে এই না যে ওদের জন্য অনেক সম্পদ, অর্থ রেখে যেতে হবে। মূল ব্যাপার হলো, ওরা যেন মূল্যবোধ নিয়ে বাঁচতে পারে। চাই ওরা ভালো জীবন কাটাক; অন্যায়ে যেন না জড়ায় কখনও। আর্থিক কষ্টে থাকলেও যেন সম্মান নিয়ে ঠিকভাবে থাকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে।

ad

পাঠকের মতামত