স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রীর সঙ্গে অদ্ভুত কান্ড!
স্বামীকে অন্য নারীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেখে ফেলার অপরাধে স্ত্রীকে কামড়ে ক্ষতবিক্ষত করেন স্বামী। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং উদ্ধার করেন তাকে। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল দম্পত্তির। তাদের দুটি সন্তানও আছে। সম্প্রতি এক অন্য মহিলার সঙ্গে বিবাহ বহিভূর্ত সম্পর্কে জড়িয়ে পরেন স্বামী।
অত্যাচারিত নারী পুলিশকে জানিয়েছেন, কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। ঘরে ফিরে স্বামীর সঙ্গে অন্য এক নারীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এরপর তিনি তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে, স্বামী তাকে ঘরে আটকে রাখেন এবং স্ত্রীর দেহ কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেন।