175218

রাজা ফিরছেন, রাজপুত্রের জন্মদিন বলে কথা

শাকিব খান। বর্তমান বাংলা চলচ্চিত্রের কিং। এখন শাকিব আর ঢালিউড যেন একই শব্দ। রাজা বর্তমানে আছেন লন্ডন। সেখানে করছেন চালবাজ নামের একটি ছবির কাজ। এদিকে তার একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ২৭ তারিখ। তাহলে কি রাজপুত্রের প্রথম জন্মদিনে পাশে থাকবেন না রাজা?

শাকিব এ বিষয়ে এখনও কিছু বলেননি। তবে জানা গেছে, আজ কিংবা কাল দেশে ফিরছেন তিনি। অনেকে বলছেন ছেলের প্রথম জন্মদিনে পাশে থাকতেই শেষে দেশে ফিরছেন শাকিব খান।

চলতি মাসের ৬ তারিখ থেকেই লন্ডনের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়েছে জয়দীপ মুখার্জী ও অনন্য মামুনের যৌথ নির্মাণের ছবি ‘চালবাজ’-এর। টানা পনেরো দিন শ্যুটিং শেষ করে যে যার দেশে ফিরে যাচ্ছেন। আসছে দূর্গা পুজাকে সামনে রেখে জয়দীপ, শুভশ্রীসহ সকলেই কলকাতার উদ্দেশ্যে চলে গেছেন। অন্যদিকে আজই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানেরও। পুজা শেষ হলে শিগগির ‘চালবাজ’-এর শ্যুটিং শুরু হবে কলকাতায়।

যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর কারণে ছেলের জীবনের প্রথম ঈদটায় (ঈদুল ফিতর) বাবাকে পাশে পায়নি আব্রাম খান জয়। সেসময়ও ছবির শ্যুটিংয়ের কাজে লন্ডনে ছিলেন শাকিব। তবে সদ্য অনুষ্ঠিত কোরবানি ঈদে ছেলের পাশে ছিলেন শাকিব।

ছেলের জন্মদিনে রাজার পরিকল্পনার কথা জানা না গেলেও বিশাল আয়োজন করার পরিকল্পনা করছেন তার স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে কাছের আত্মীয়স্বজন, গণমাধ্যমকর্মী, সহ-কর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে ভাবছেন তিনি। তবে সে অনুষ্ঠানের পরিকল্পনা এখনই প্রচারের পক্ষে নয় অপু।

ad

পাঠকের মতামত