175267

দু’টো রোহিঙ্গা শিশু দত্তক নিতে চাই : মিষ্টি জান্নাত

‘আমি দু’টো রোহিঙ্গা শিশু দত্তক নিতে চাই। কীভাবে এটা নেয়া সম্ভব?’ নিজের ফেসবুক স্ট্যাটাসে জানতে চাইলেন ‘লাভ স্টেশন’ খ্যাত নায়িকা মিষ্টি জান্নাত।

এ নায়িকার ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়।এ ব্যাপারে মিষ্টি জান্নাত বলেন, আমার অনেক দিনের ইচ্ছে সন্তান দত্তক নেয়া। অনাথ আশ্রম থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি।
তিনি আরো বলেন, এবার যখন রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের কষ্টের কথা জেনেছি। আমি ভীষণ ব্যথিত হয়েছি।

মিষ্টি বলেন, এরই মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে রোহিঙ্গা শিশু দত্তক নেয়ার ব্যাপারে কথা বলছি। আমি চাই ওদের পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে।

মিষ্টির প্রত্যাশা, তার দেখাদেখি আরো অনেকেই অসহায় শিশুদের পাশে এসে দাঁড়াবেন।

মিষ্টি অভিনীত ‘লাভ স্টেশন’, ‘চিনিবিবি’, ‘তুই আমার’ ছবিগুলো মুক্তি পেয়েছে। বর্তমানে আরো বেশ ক’টি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এ নায়িকার।

অভিনেয়ের পাশাপাশি মিষ্টি চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। এছাড়া ‘জান্নাত এক্সপ্রেস’ নামে পোশাকের দোকানও রয়েছে তার।

ad

পাঠকের মতামত