ইত্যাদি এবার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত দেশের একমাত্র ইস্পাত নির্মিত রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে। এ পর্বে তুলে ধরা হয়েছে পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনকে, যাঁর জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা পাবনায়ই।
জেলার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষিকর্মী বাদশা মোল্লার ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। থাকছে পাবনা মানসিক হাসপাতালের ওপর অনুসন্ধানী প্রতিবেদন।
এবারের ইত্যাদিতে মূল গান দুটি। একটি গেয়েছেন পাবনার সন্তান বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড দলছুট। মা, বোন, বন্ধু ও ভালোবাসার মানুষদের সম্পর্কের অনুভূতি নিয়ে অন্য গানটি গেয়েছেন পাবনারই ছেলে অভিনেতা চঞ্চল চৌধুরী। নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পাবনায় জন্ম নেওয়া নাট্যদম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। এ ছাড়া রয়েছে নিয়মিত পর্বসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নানা আয়োজন। ২৯ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর কেয়া কসমেটিকস্ লিমিটেড।