175152

‘সবাই মিলে খালি চিল্লাচিল্লি, সব পাগল গুলান একসঙ্গে’

যে কেউ হঠাৎ করে ছবিটা দেখে বলতে পারেন- আরে এরা তো সবাই বাংলাদেশি সুপার স্টার! যারা নিয়মিত অভিনয় করেন। আর ভক্তদের কাছে তো এই ছবিটা মানেই হলো একসঙ্গে ৮ জন তারকা তাও আবার একসঙ্গে এই ফ্রেমে, ঘটনাটা কি? কোন নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করছেন নাকি? আসলে ঘটনা তেমন কোন কিছু নয় পাঠক।

মূলত ঈদের কাজের চাপে বা আরও নানা কারণে মানসিক প্রশান্তি নিতেই বর্তমানে অনেক অভিনয় শিল্পী এখন আমেরিকায় একসঙ্গে আছেন। তাদের মধ্যে তো স্থায়ীভাবে বসবাস করছেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। অভিনেত্রী নাফিজাও সেখানে স্থায়ী ভাবে বসবাস করছেন। আবার সেই দলে ভিড়েছেন নিজের পরিবারকে সময় দিতে ঈদের সময় আমেরিকায় যাওয়া নওশীন-হিল্লোল। তার আগে অভিনেত্রী রিচি সুলায়মান মা হয়েছেন, তিনিও এখন সেখানে।

এরপর আমেরিকা গেলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া। তিনিও প্রায় সময়ই ঘুরতে চলে যান সেখানে। কিছুদিন আগে গিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তারিন। তিনিও আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন। মজার ব্যাপার হলো একই সঙ্গে তারা দীর্ঘ বছর কাটিয়েছেন বাংলাদেশে অভিনয় করে। কিন্তু দেশ ছেড়ে গেলেও ওই একই ফ্রেমে বন্দী হলেন তারা।

আর গত রাতে তাদের সেই আড্ডার একটি মাত্র ছবি প্রকাশ করলেন অভিনেতা টনি ডায়েস। আর ক্যাপশনে লিখলেন, সবাই মিলে খালি চিল্লাচিল্লি, সব পাগল গুলান একসাথে আড্ডা আর আড্ডা। হা হা হা।

ad

পাঠকের মতামত