175136

মেয়র প্রার্থী সাদেক বাচ্চু!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। অসংখ্য সিনেমায় দাপুটে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন। এবার চাঁদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন তিনি। তলোয়ার প্রতীক নিয়ে লড়ছেন এ অভিনেতা।

তবে সাদেক বাচ্চুরে এ লড়াই বাস্তবে নয়, সিনে পর্দায় দেখা যাবে এমনটা। ‘আমি নেতা হবো’ সিনেমায় সাদেক বাচ্চুকে মেয়র প্রার্থীর চরিত্রে দেখা যাবে জানালেন নির্মাতা উত্তম আকাশ।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। আরো আছেন করছেন ওমর সানী, মৌসুমী, কমল পাটকেরসহ অনেকে।

ad

পাঠকের মতামত