175203

বাংলাদেশি নায়ক রোশানকে দেওয়া কথা রাখলেন না দেব

বিনোদন ডেস্ক : পূজা উপলক্ষে ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ককপিট’। কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ও প্রযোজিত এই সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক রোশান।

দেশের বাইরে সিনেমা মুক্তিতে তরুণ নায়ক রোশানের যেখানে আনন্দিত হওয়ার কথা, সেখানে উল্টো মর্মাহত তিনি। এখানে তিনি বেশি কষ্ট পেয়েছেন ওপার বাংলার মেগাস্টার দেবের আচারণে। দেব রোশানকে যে কথা দিয়েছিলেন তা দেব রাখেননি।

রোশান বলেন, ‘ককপিট’ সিনেমায় আমার আর দেব দাদার চরিত্র কিন্তু সমানভাবে এগিয়েছে। সে হিসেবে সবকিছুতে আমার উপস্থিতি তো সমান্তরাল থাকা উচিত। আমি শুটিংয়ের সময় দাদাকে বলেছিলাম, মুক্তির আগে প্রচারণায় সময় যেন আমাকে গুরুত্ব দেওয়া হয়। পোস্টারে নাম যেন ঠিকভাবে দেওয়া হয়। তিনি আমাকে বলেছিলেন, ‘চাপ নিয়ো না, আমি দেখে দেব।’ কিন্তু তা তিনি করলেন না।

‘ককপিট’ ছবির শুটিং হয়েছে ভারতের কলকাতা, দুর্গাপুর, মুম্বাইয়ের ছত্রপতি বিমানবন্দরে। শুটিং নিয়ে এই তরুন নায়ক বলেন, ‘একেবারে অন্য রকম অভিজ্ঞতা হলো। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

ad

পাঠকের মতামত