175118

টেলিটকের বুথ থেকে কথা বলতে পারবেন রোহিঙ্গারা: তারানা হালিম

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা টেলিটক সিম থেকে নামমাত্র মূল্যে কথা বলতে পারবেন বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার দুপুরে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি জানান, রোহিঙ্গা শরণার্থী সব ক্যাম্পে টেলিটকের বুথ থাকবে। সেখান থেকে নামমাত্র মূল্যে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন তারা।

তারানা হালিম বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিটকের ২-জি নেটওয়ার্ক চালু করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সেখানে ১৬/১৭টি কেন্দ্র খোলা হবে। সেখানে রোহিঙ্গারা এসে ন্যূনতম চার্জে তাদের প্রয়োজনমতো লোকাল কল করতে পারবে।

তারানা হালিম বলেন, যারা রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেয়া হবে।

ad

পাঠকের মতামত