175170

জেনে নিন টালিউড নায়িকাদের আসল বয়স ও সিনেমা প্রতি আয় কত?

উগ্র মেকআপের কারণে সেলিব্রেটিদের প্রকৃত বয়স ঢাকা পরে যায়। তাদের সঠিক বয়স বোঝার কোনো উপায় থাকে না।

তবুও প্রিয় নায়িকার প্রকৃত বয়স জানার ইচ্ছে রয়েছে সবারই। জানতে চান তারা এই গ্ল্যামার জগত থেকে সম্মানীই বা কত করে নেন!

ওপার বাংলার সিনেমাপাড়া টালিউডের নায়িকাদেরও টিভির পর্দায় বা রুপোলি পর্দায় ঝকঝকে তকতকে মেকআপে বেশ আকর্ষণীয় লাগে।

জুন মালিয়া থেকে পাওলি দাম, এখনও কোনো অনুষ্ঠানে দেখলে বোঝার উপায় থাকে না তাদের বয়স কবে ৪০ পার হয়ে গেছে! নানা নথি ঘেঁটে তুলে আনা হয়েছে টলিপাড়ার চির-যৌবনাদের আসল বয়স এবং তাদের সিনেমা থেকে আয়ের পরিমাণ। যা যেন দর্শকের কাছে সামনে তুলে ধরা হলো।

কলকাতার নায়িকাদের প্রকৃত বয়স এবং প্রতি সিনেমায় তাদের আয়ের পরিমাণ :

পায়েলঃ বয়স- ৩৭ আয়-৮ লাখ

নুসরাত- বয়স- ৩০ আয়-১৫ লাখ

পাওলি- বয়স-৩৬ আয়-১০ লাখ

সায়ন্তিকা- বয়স- ৩০ আয়- ১৪ লাখ

রাইমা- বয়স-৩৮ আয়- ৮ লাখ

ঋতুপর্ণা- বয়স- ৪৫ আয়- ১১ লাখ

ad

পাঠকের মতামত