ভালো আছেন ডিপজল
‘বাবার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন।’ জাগো নিউজকে চলচ্চিত্র অভিনেতা ডিপজলের শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার বিকেলে এমনটাই জানান তার মেয়ে ওলিজা মানোয়ার।
তিনি বলেন, ‘বাবা করোনারি কেয়ার ইউনিটিতে সিসিইউ) ভর্তি আছেন। ডাক্তাররা তার নিয়মিত পরিচর্যা করছেন। আশা করছি, শিগগিরই বাবা সুস্থ হয়ে উঠবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
ডিপজল এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে ডিপজলের সঙ্গে রয়েছেন তার কন্যা ওলিজা মানোয়ার।
গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনোয়ার হোসেন ডিপজল। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, ডিপজলের হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে।