
আব্রামকে নিয়ে কেমন চলছে অপুর সংসার?
বাবা ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, মা আকাশছোঁয়া জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তাদের সন্তান আব্রাম খান জয়ও নিশ্চয় তারকা? অবশ্যই। তারকা বাবা-মায়ের সন্তান তারকাই হয়। জয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে।
আব্রামকে নিয়ে কেমন চলছে অপুর সংসার? এমন প্রশ্নে অপু বলেন, ‘এখন তো আব্রামকে ঘিরেই আমার সব কিছু। ওকে রেখে কোথাও যাওয়া যায় না। সারাক্ষণ আব্রামের সঙ্গেই থাকতে হয়। মা হওয়ার আগে কখনো বুঝতামই না মা হওয়াটা যে কতটা আনন্দের। সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সবকিছুতেই খেয়াল রাখতে হয়।’
অপু আরও বলেন, ‘ওকে রেখে এখন খুব একটা বাইরে যায় না। খুব জরুরি কোনো কাজে যদি বাইরে যেতে হয় তখন সে খুব মন খারাপ করে। আমি যখন বাসায় ফিরি তখন আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। একজন মায়ের জন্য এর চাইতে আনন্দের আর কি আছে? ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেই যেন অদ্ভুত সুখানুভূতি হয়।’
আসছে ২৭ সেপ্টেম্বর আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন। সেটি ধুমধাম পালন করার পরিকল্পনা নিয়ে এখন ব্যস্ত অপু। তার কাছে জানতে চাওয়া হলো, সিনেমা ক্যারিয়ার এবং সন্তানের মাঝে কোনটাকে প্রাধান্য দেবেন? অপু বলেন, অবশ্যই সন্তান। মা হওয়ার এমন আনন্দ আর কোথাও নাই। আমার কাছে সন্তান, সংসার আগে। তারপরে ক্যারিয়ার।’ ছেলে একটু বড় হলেই সিনেমায় ব্যস্ত হবেন নায়িকা। অপু বলেন, ‘সিনেমায় অভিনয় করার জন্য নিজেকে প্রস্তুত করছি। মা হওয়ার সময় তো মেয়েদের শারীরিক গড়নে কিছু পরিবর্তন আসে। সেখান থেকে আবারো সিনেমার জন্য নিজেকে তৈরি করতে একটু সময় তো লাগবেই।’
সূত্র:বিনোদনবিডি