বিনামূল্যে শরীর দিতে রাজি ইনি! শুধু মানতে হবে ভয়ঙ্কর এই শর্ত
চিনের এক ১৯ বছরের সুন্দরী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভয়ঙ্কর বিজ্ঞাপণ দিয়েছেন৷ জু পেং নামের এই সুন্দরী বিজ্ঞাপনে লিখেছেন, যে ব্যক্তি তাকে দেশ ভ্রমণের জন্য টাকা দেবে সে তার সঙ্গে বিনামূল্যে সহবাস করতে পারবে৷
চিনা সোশ্যাল সাইট ‘বেইবো’তে এই বিজ্ঞাপণ পোস্ট করেছেন এই সুন্দরী৷ এমনকি বিজ্ঞাপনে তার একজন অস্থায়ী প্রেমিক চাই বলেও জানিয়েছেন এই সুন্দরী৷ যদিও সব বিজ্ঞাপণের মতোই এখানেও শর্তাবলী প্রযোজ্য৷ সুন্দরী জানিয়েছেন, তার সঙ্গে সেই পুরুষই রাত কাটাতে পারবেন যে দেখতে সুন্দর হবে, বয়স ৩০এর কম হবে, উচ্চতা পাঁচ ফুটের বেশি হবে ও অবশ্যই তাকে ধনী হতে হবে৷
যদিও এই পোস্ট ভাইরাল হতেই এই নিয়ে জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ অনেকে বলছেন, এটা একধরণের দেহব্যবসা৷ কিন্তু চিনা সুন্দরীর মতে এতে খারাপ কিছুই নেই৷ সে এর আগেও এই একই পন্থায় পূর্ব চিন ঘুরেছিলেন৷ তাই এবার পুরো চিন দেশটা ঘুতে দেখতেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপণ দিয়েছেন এই সুন্দরী৷সূত্র: কলকাতা২৪