রিলিজ হল আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ ছবির গান ‘টুপ টাপ’ (ভিডিও)
আজ মুক্তি পেল ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রথম গান ‘টুপ টাপ’। এর আগে রিলিজ হয়েছিল এই গানের প্রোমো। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আজ (১৭ সেপ্টেম্বার) বিকেল ৫ টায় গানটি রিলিজ হয়।
গানের শুরুতেই সমুদ্রপাড়ের মাহিয়া মাহির লাল দোপাট্টা উড়তে দেখা যায়। মাহি তার অপরুপ রুপের পুরোটাই যেন মেলে ধরতে সক্ষম হয়েছেন। আর লম্বা ও সুঠাম দেহের আরিফিন শুভ তার পুরোনো লুককেই যেন নতুন ভাবে ঝালিয়ে হাজির হয়েছেন। পুরো গানেই ছিল সাগর ও পাহাড়ের সব অপরুপ প্রাকৃতিক দৃশ্য। অনিন্দা চ্যাটার্জির লিরিকস এ ও অরিন্দমের মিউজিকে গানটি গেয়েছে অরিজিত সিং ও সোমলতা। এই রোমান্টিক গানের সাথে প্রকৃতির অপরুপ দৃশ্যায়ন নিঃনন্দেহে সবার নজর কাড়তে সক্ষম হবে।
‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহি। আরো আছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা ও শতাব্দী ওয়াদুদ। অতিথি চরিত্রে দেখা যাবে আলমগীর ও শিপনকে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে স্প্যালাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড। আগামী ৬ অক্টোবর সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে।