174742

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় সাভারে ইলা রহমান (১৪) নামের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক। এ ঘটনায় পুলিশ আমিনুলকে আটক করেছে।

শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় ইলার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইলাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইলার মা শাবানা বেগম জানান, আমিনুল আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলো। বিষয়টি তার পরিবারকে জানানো হলে ক্রোধের বশে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুল নাহার বলেন, আহত ইলার শরীরে একাধিক জখম রয়েছে। অনেকটা শঙ্কা মুক্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কোনো আক্রোশের কারণে কথিত প্রেমিক আমিনুল এ ঘটনা ঘটিয়েছে।

ad

পাঠকের মতামত