সাড়ে চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি
চার বছরের বেশি সময় পর প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এরমধ্যে ঘটে গেছেন অনেক কিছু। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকার পর গত বছরই ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি মেলে। কিন্তু গতবছর ছিলেন ব্যর্থ। এবার জাতীয় লিগের প্রথম ম্যাচে নেমেই পেয়ে গেলেন সেঞ্চুরি। আশরাফুল সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালের মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেছিলেন ১৯০ রানের ইনিংস।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে ১৮০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ঢাকা মেট্রোর আশরাফুল। ম্যাজিক ফিগারে যেতে মারেন ১২টি চার ও ২টি ছক্কা। প্রথম শ্রেণীতে এটি আশরাফুলের ১৯তম সেঞ্চুরি।
দ্বিতীয় স্তরের ম্যাচে সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রো দলের অধিনায়ক মার্শাল আইয়ুব। শুরুতেই নাঈম হাসানের বলে ফিরে যান শামসুর রহমান শুভ। তৃতীয় উইকেট জুটিতে ৪২ রানের জুটি গড়ে তুলেন সৈকত আলী ও আসিফ আহমেদ রাতুল। রাতুল ও মার্শালকে আউট করে দ্রুত আরও দুই উইকেট তুলে নেয় চট্টগ্রামের বোলাররা।
এরপরই মেহরাব জুনিয়রের সঙ্গে দলের হাল ধরেন মোহাম্মদ আশরাফুল। ৭৪ রানে ৪ উইকেট হারানো ঢাকা মেট্রো দিশা পায় আশরাফুল-মেহরাব জুটিতে। আশরাফুলের সেঞ্চুরির সময় পঞ্চম উইকেটে তাদের জুটি ছাড়িয়ে ১৬৫ রানের ঘর। দলের রান দাঁড়ায় ৪ উইকেটে ২৩৯ রান।
নিষেধাজ্ঞা থেকে ক্রিকেটে ফেরার পর এটাই এ পর্যন্ত আশরাফুলের সবচেয়ে বড় ইনিংস। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে এক ম্যাচে ৮১ রান করেছিলেন তিনি।