ওমান মাতালেন শাকিব-আসিফ
ওমানের রাজধানী মাস্কাটের কুরুম সিটি অ্যাম্ফি থিয়েটারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক আয়োজন ‘ঢালিউড ব্লাস্ট’। মধ্যপ্রাচ্যে এটিই ছিল ঢালিউডের সবচেয়ে বৃহৎ আসর।
বাংলাদেশের সংস্কৃতিকে ওমানের বুকে তুলে ধরাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। নাচে-গানে হাজার হাজার দর্শকের মন মাতিয়েছেন বাংলাদেশের তারকারা।
স্থানীয় হোফা হাউজ হোটেল থেকে অনুষ্ঠানের কিছু স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেন নাট্য অভিনেতা কামাল হোসাইন বাবর। সেখানে দেখা যায় শাকিব খান, বিদ্যা সিনহা সাহা মিম, মিমের মা ছবি সাহা, আসিফসহ আরো অনেককে।
লন্ডনে ‘চালবাজ’ চলচ্চিত্রের শুটিং করছিলেন শাকিব। সেখান থেকেই ওমানে উড়ে আসেন তিনি।
‘ঢালিউড ব্লাস্ট’-এ আরো যোগ দেন বিপাশা কবির, আইরিন, মিশা সওদাগর, ডন, নিরব, সাঞ্জু জন, কুদ্দুস বয়াতি, পড়শি, আয়েশা মৌসুমীসহ অনেকেই। অনুষ্ঠানটি ব্যাপক দর্শক সাড়া পেয়েছে।
ঢালিউড ব্লাস্টের উপস্থাপনায় ছিলেন বাংলাদেশের তানভীর তারেক ও কলকাতার পায়েল মুখার্জি।