174554

পাকিস্তানে খেলতে গিয়ে কত পাচ্ছেন তামিমরা?

AFP_SE0S5

নিরাপত্তা সংকটে থাকা পাকিস্তানে ক্রিকেট ফেরানোর মিশনে বিশ্ব একাদশের হয়ে খেলতে গিয়েছেন তামিম ইকবাল, ফাফ দু প্লেসিরা। পাকিস্তানে ক্রিকেট ফেরানোর উদ্যোগে থাকতে পেরে নিজেদের গর্বিতও ভাবছেন তারা। তবে কেবল খেলতে গিয়ে পাকিস্তানকে সহায়তাই নয়। পকেটও বেশ ভারি হচ্ছে তাদের। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে পাচ্ছেন মোটা অংকের টাকা।

ইএসপিএন ক্রিকইনফো এই সিরজের খরচাপাতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায় আলোচিত এই সিরিজ আয়োজনে খসে যাচ্ছে বিশাল অংকের টাকা। ক্রিকেটারদের সম্মানী ও নিরাপত্তার খাত মিলিয়ে পুরো সিরিজের পেছনে খরচ হচ্ছে ২৫-৩০ লাখ ডলার।

বিশ্ব একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ১ লাখ ডলার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮২ লাখ টাকার মতো। তবে সবটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বহন করতে হচ্ছে না। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে উদ্যোগী আইসিসি দিচ্ছে ১০ লাখ ডলার।

বিশ্ব একাদশে ডাক পেয়েই দেশে এক সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, ‘ক্রিকেট খেলুড়ে ১০-১২টা দেশ একটা পরিবারের মতো। পাকিস্তানে (আন্তর্জাতিক) ক্রিকেট ফেরাতে কাউকে না কাউকে তো সহায়তা করতেই হবে।’
পাকিস্তান পৌঁছে বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, ‘এটা কেবল একটি ক্রিকেট সিরিজ নয়। খেলার চেয়েও বড় কিছু।’

গেল মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামে পাকিস্তান ও বিশ্ব একাদশ। প্রথম ম্যাচটি ২০ রানে জিতে নেয় সরফরাজ আহমেদের দল। পরদিনই ঘুরে দাঁড়ায় তামিমদের বিশ্ব একাদশ। হাশিম আমলা আর থিসিরা পেরেরার ব্যাটে শেষ ওভারের রোমাঞ্চে ৭ উইকেটে জিতে যায় বিশ্ব একাদশ। শুক্রবার সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নামবে দুদল।

ad

পাঠকের মতামত