মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
যশোরের বেনাপোলের পুটখালী গ্রামে সকালে ভাত দিতে দেরি হওয়ায় মা আয়রা খাতুনকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে। নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে বাপ্পিকে (২০) আটক করেছে পুলিশ।আয়রা খাতুন পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত্যু আব্দুর সামাদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাপ্পি মায়ের কাছে ভাত খেতে চান। কিন্তু, ভাত দিতে দেরি হয়ে যায়। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাপ্পি উত্তেজিত হয়ে দা দিয়ে মাকে কুপিয়ে জখম করে। আয়রা খাতুনের আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার এস আই শরীফ হাবিব জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।