174569

নিজ থেকে যৌন দৃশ্যের প্রস্তাব দিয়েছেন এই বাঙ্গালী অভিনেত্রী

‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমাটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদা সিংয়ের। কিন্তু যৌন দৃশ্যে অভিনয় করার কথা বলায় সিনেমাটি থেকে বিদায় নেন তিনি। পরে তার জায়গায় আসেন বিদিতা বাগ। সিনেমাটিতে বিদিতার সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সম্প্রতি মুক্তি হয়েছে ছবিটি। আর ছবি মুক্তির পরই বিস্ফোরক মন্তব্য করে হৈ চৈ ফেলে দিলেন সিনেমার অভিনেত্রী বিদিতা বাগ। তিনি জানান, ‘আমি যৌনদৃশ্যে অভিনয়ের জন্য অতিরিক্ত পারিশ্রমিক নিয়েছি। প্রথমে পরিচালক খুব তথাকথিত ভাবেই দৃশ্যগুলো শুট করেছিলেন। তবে মনে হচ্ছিল বিষয়টা ঠিকঠাক হচ্ছে না। আমি পরিচালকের মুখ দেখে বুঝতে পারছিলাম দৃশ্যগুলো তাকে সন্তুষ্ট করতে পারছে না। যেহেতু আগে একজন নায়িকা এই দৃশ্যগুলোতে আপত্তির কারণে ছবিটা করেনি, তাই পরিচালক আমাকে তেমন কিছু বলতেও পারছিলেন না।’

বিদিতা আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমিই পরিচালককে গিয়ে বলেছি, প্রয়োজন হলে দ্বিতীয়বারও টেক নিন। আমার মনে হয়েছিল, যদি আমরা একটা যৌনদৃশ্যে অভিনয় করি, তাহলে সেটা একেবারে আসল মনে হওয়া উচিত’। এই কথাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাঙালি অভিনেত্রী বিদিতা।

ad

পাঠকের মতামত