174509

হৃদয় খানের নতুন বিয়ে নিয়ে যা বললেন সুজানা

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান আবারো বিয়ে করেছেন। তার সঙ্গে বধূ সাজে এক নারীর ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে চারদিকে তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে তাঁর বিয়ে হয়েছে ঘরোয়াভাবে। আগের দিন সন্ধ্যায় হয়েছে গায়েহলুদ। পাত্রীর নাম হুমায়রা। পড়াশোনা করেছেন মালয়েশিয়ায়। হুমায়রার সঙ্গে হৃদয় খানের পরিচয় হয়েছে বছর খানেক আগে। তবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে।

সূত্র আরো জানায়, পারিবারিকভাবে বিয়ে হলেও অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল দুজনের। উল্লেখ্য, এটা হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে, ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের এক নারীকে বিয়ে করেছিলেন এই সংগীতশিল্পী। তবে ৬ মাস পার হওয়ার আগেই ভেঙে যায় তাদের সেই সংসার। এরপর ২০১৪ সালে ভালোবেসে মডেল সুজানাকে বিয়ে করেন হৃদয় খান। তার সেই দ্বিতীয় বিয়েও স্থায়ী হয়নি। কয়েক মাস পরই বিচ্ছেদ হয়ে যায় হৃদয়-সুজানার।

এদিকে, হৃদয় খানের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী ও মডেল সুজানা। তিনি বলেন, যে যেভাবে ভালো থাকতে পারে, সেটাই আমি চাই। আমি চাই হৃদয় খান তার নতুন সংসারে সুখী হোক। তাদের জন্য অনেক অনেক শুভ কামনা।

ad

পাঠকের মতামত