ভরপুর রোমান্সে ভরা পরীমণির ফেসবুক ওয়াল
বিনোদন ডেস্ক : হয়ত অনেকের মনে হতে পারে ফেসবুক ওয়ালে আবার রোমান্স হয় কীভাবে? আবার অনেকে মনে করছেন হয়ত কোন সিনেমার দৃশ্য! আসলেও দুটো ধারণার একটাও না। তবে এটাকে রোমান্স ঠিক বলা যাবে না, ফেইসবুকে ভেসে উঠেছে পরীমণি ও তামিমের ভালবাসার ছাপ।
পরীমণি ও তামিমের প্রণয়ের ঘটনা নতুন কিছু নয়। অনেকটা ঢাক ঢোল পিটিয়েই বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয় তাদের এই রসায়নের খবর। এবার সেই খবর মাড়িয়ে ফেসবুকে বেশ ঘনিষ্ঠ ও আবেগঘন ছবি পোস্ট করলেন পরীমণি।
শনিবার রাতে কয়েকটি উষ্ণ আলিঙ্গনের ছবি প্রকাশ করেন এই লাস্যময়ী। যেখানে পরীমণির কপালে চুমু খেতে দেখা যাচ্ছে তামিমকে। পরীমণিও কম যান না। তিনিও যেন কোন স্বর্গীয় সুখ খোঁজার চেষ্টা করছেন তামিমের পরশ থেকে। তাইতো কেউ কেউ বলছেন, রোমান্সে ভাসছেন পরীমণি।