কলকাতার শীর্ষ দশ ব্যবসাসফল ছবির তালিকায় শাকিবের নবাব, কোন ছবির কত আয়?
নবাব হলো শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি। মানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের এই সুপারস্টারের ছবি মুক্তি পেয়েছে ভারতের সিনেমা হলগুলোতে। আর তাতেই কলকাতার সেরা দশ ব্যবসাসফল ছবির তালিকায় চলে এসেছে তার নাম! কি অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি।
গত ১ সেপ্টেম্বর উইকিপিডিয়া কলকাতার ব্যবসাসফল ছবির তালিকা হালনাগাদ করেছে। আর তালিকায় ছয় নম্বরে আছে শাকিব খানের নবাব। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৯ কোটি ১০ লাখ রুপি। এর নির্মাণ ব্যয় ছিল সাড়ে ৪ কোটি রুপি।
তালিকায় প্রথমে আছে কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত চাঁদের পাহাড়। ১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবির আয় ২০ কোটি রুপি। দ্বিতীয় ছবির নাম বস-টু। কলকাতার আরেক জনপ্রিয় নায়ক জিৎ অভিনীত ছবির নির্মাণ ব্যয় সাড়ে ৬ কোটি রুপি। আয় করেছে ১০ কোটি ৩০ লাখ।
এরপর যথাক্রমে আছে পাগলু (৯ কোটি ৯২ লাখ), সাথী (৯ কোটি ৭৮ লাখ), পরান যায় জ্বলিয়া রে (৯ কোটি ৪৮ লাখ)। তালিকায় শাকিব খানের নবাব- এর পরে আছে রংবাজ [কলকাতা] (৯কোটি), গেম (৯ কোটি), প্রাক্তন (সাড়ে ৮ কোটি) এবং চ্যাম্প (৮ কোটি)।
এবছরের রোজার ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র নবাব। এর ৩২ দিন পর (২৮ জুলাই) কলকাতার ১১২ টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। যৌথভাবে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।
* সারাবিশ্বের যতগুলো সিনেমা হলে ছবিগুলো মুক্তি পেয়েছে, সেখান থেকে অর্জিত আয়ের মোট যোগফলই একটি ছবির আয়।